পোস্টগুলি

অক্টোবর, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মিসকল প্রতারণা ! সাবধান।One Ring Missed Call SCAM

ছবি
   বর্তমান সময়ে আমরা মোবাইল ছাড়া এক পাও চলতে পারিনা। সারাদিন আমরা মোবাইলে কথা,গেম আরো কতকিছু করছি। কিন্তু একটু সাবধান আপনি পড়তে পারেন প্রতারকের ফাঁদে। আপনিকি Wangiri SCAM এর নাম  শুনেছেন ? বা One Ring Cut SCAM সম্পর্কে ? হ্যা ঠিক ধরেছেন এটি একবার রিং হয়ে কেটে যাওয়া প্রতারণা। মোবাইলে একটি কল হয়ে কেটে যাওয়া হয়তো আপনি অনেক সময় লক্ষ করেছেন। হয়তো আপনিও প্রতারণায় ফেঁসেছেন আপনি জানেননা। চলুন জেনেনিই  Wangiri SCAM বা One Ring Cut প্রতারণা সম্পর্কে।  Wangiri একটি জাপানি শব্দ আর এই One Ring Cut প্রতারণা শুরু হয়েছিল জাপান থেকে আর তা ধীরে ধীরে ছড়িয়ে পরে সারা পৃথিবীতে। আপনি হয়তো লক্ষ করেছে অদ্ভুত কিছু নাম্বার থেকে একটি রিং হয়েই কল কেটে গেছে। নাম্বার গুলি +৬৭ বা + ৭৭, +২৩৪ এমন সব অদ্ভুত নাম্বার থেকে কল আসে।কল গুলি প্রতারকরা কম্পিউটারের মাধ্যমে করে থাকে। প্রতারকরা রেন্ডমলি কলগুলি করে ছেড়ে দেয়। আপনি যদি ভুল করে নাম্বার গুলিতে কল করেন পড়বেন বিপদে। আপনার নাম্বার যদি প্রিপেড হয় তাতে হয়তো কিছু টাকা যাবে কিন্তু পোস্টপেড কানেকশান হয় মাসের শেষে মোটা অংকের  বিল আসবে।   আপনি নাম্বার গুলিতে কল করলে হয়তো দেখবেন

একটি প্রতারণার গল্প, পড়ুন আর সাবধান হয়েযান।

ছবি
  এটি একটি গল্পনা, সত্যি ঘটনা।গল্পটা এইকারণে আপনাদের জানাচ্ছি যাতে আপনারা সাবধান হতে পারেন। এধরণের প্রতারণা কলকাতার অলিতে গলিতে আকছার ঘটছে। তাই সাবধানতার জন্য গল্পটা পড়ুন। ইচ্ছাকরেই গল্পের সময়,স্থান,নাম বদলে দিলাম।  সন্ধে ৭ টা , সমরেশ অফিস থেকে বাড়ি ফেরার পথে নিউটাউন পেট্রল পাম্পে ঢুকেছে, বাইকে পেট্রল ভরতে। সে পেট্রল ভোরে সবে বেরোতে যাবে এমন সময় একটি ছেলে সমরেশের কাছে এসে জানায় " স্যার , লেপটপ নেবেন ?" . সমরেশ হাসিমুখে জানিয়ে দেয় " না ,লাগবেনা ". ছেলেটা : " স্যার , কমদামে লেপটপ আছে , একদম কমদামে। " সমরেশ : " না না , লাগবেনা। " ছেলেটা : " স্যার , চল্লিশ হাজারের লেপটপ পাঁচ হাজারে দেব "  সমরেশ শুনেই চমকে উঠলো। মনেমনে ভাবলো  - এমন হতে পারে ? ছেলেটা বোকা বানাচ্ছে নাতো ?  ছেলেটা বলে উঠলো -"স্যার একটু সাইডে আসুন সব বলছি " ছেলেটা সমরেসকে নিয়ে পেট্রলপাম্পের পাশেই রাস্তার ধরে একটা আলো-অন্ধকার জাগায় নিয়ে এলো। সমরেশ দেখলো এখানে আরেকটা ছেলে পাঁচটা নতুন লেপ্টপের বক্স নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটাকে দেখেই বোঝাযাচ্ছে সে খুবই তাড়াতাড়িতে আছে। সমরেশ