মোবাইল গেম আপনাকে অন্ধ করতে পারে






সতর্ক থাকুন দীর্ঘমেয়াদী স্মার্টফোনে গেমিংয়ের সময় আপনি  অন্ধ হয়ে যেতে  পারেন। 1 অক্টোবর চিনের এক মহিলা  উও জিয়াওজিং (তার আসল নাম নয়) টানা ২৪ ঘন্টা "আনর অব কিংগস"  খেলে দৃষ্টিশক্তি হারিয়েছেন। 1  অক্টোবরের   তিনি অনলাইনে  মাল্টি প্লেয়ারে গেমটি  খেলছিলেন ।গেমটি খেলতে খেলতে প্রথমে  ডান চোখের  দৃষ্টি হারাতে শুরুকরে  দৃষ্টি ঝাপসা হয়ে আসে পরে পুরোপুরি অন্ধকার হয়ে যায়।  তিনি বলেন, "আমি এই খেলাটিতে এতটাই মগ্ন থাকতাম  যে আমি খেতে বা বাথরুমে যেতে  ভুলে যেতাম "।কিং অফ অনার চীনের সবচেয়ে জনপ্রিয় মোবাইল গেমগুলির মধ্যে অন্যতম, ডাক্তাররা বলেন চোখ ক্লান্ত হয়ে পড়ায় এমনটি হয়েছে ।
আপনারও সাবধান হউন , মোবাইল আমাদের একটি গ্যাজেট মাত্র। এটি জীবনের সবকিছু নয়। আপনার বাচ্চার প্রতিও নজর রাখুন সে কতক্ষন মোবাইল বা কম্পিউটার ব্যবহার করছে।








মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আলকুশী চমকে দেওয়ার মতন একটি গাছ

10 টি বিখ্যাত লিওনার্দো দ্য ভিঞ্চি আর্টওয়ার্কস

নাগাল্যান্ডে কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ !