নাগাল্যান্ডে কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ !

আমাদের কৌতূহলী মনে ছোট বলা থেকেই জেনে এসেছি ভারতের একটি রাজ্য নাগাল্যান্ডে কুকুরের মাংস ও কুকুরের বমি খাওয়ার রীতি আছে। কিন্তু এবার এই রীতিতে ছেদ পড়েছে। কারণ নাগালেন্ড সরকার কুকুর জবাই, কুকুরের মাংস আমদানি, বিক্রি বা ব্যবসা নিষিদ্ধ করেছে। 


পৃথিবীর গুটি কয়েক দেশে কুকুরের মাংস খোয়ার রীতি আছে যেমন কোরিয়া , চীন , থাইল্যান্ডে। আর ভারতের কয়েকটি রাজ্যে কুকুরের মাংস খোয়ার রীতি ছিল যেমন মিজোরাম ,নাগালেন্ড। মিজোরামে আগেই কুকুরের মাংস বন্ধ করা হলেও এবার নাগাল্যান্ডে কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ হলো। তাদের খাদ্য রীতির এই পরিবর্তন খুব সহজ ছিলনা।  দীর্ঘ দিন ধরেই অনলাইনে আমরা একটি ছবি দেখে খুব দুঃখ্য পেতাম ,খাঁচায় বন্দি ঠাসা হাসি করে এক পাল কুকুরকে ব্যবসার কারণে বাজারে নিয়ে যাওয়া হচ্ছে। কুকুর গুলিকে লাঠিদিয়ে পিটিয়ে পিটিয়ে মারা হয়। তারপর তার মাংস বিক্রি হয় বাজারে। পশু প্রেমীরা দীর্ঘদিন ধরে এর বিরুদ্ধেআন্দোলন চালাচ্ছিল। নাগাল্যান্ডে বছরে ৩০ হাজারের বেশি  কুকুরের মাংস  খাওয়া হতো ।মিজরামের পর নাগালেন্ড সরকার কুকুরের মাংস নিষিদ্ধ করায়  পশুপ্রেমীরা উচ্ছাসিত। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আলকুশী চমকে দেওয়ার মতন একটি গাছ

10 টি বিখ্যাত লিওনার্দো দ্য ভিঞ্চি আর্টওয়ার্কস