পোস্টগুলি

মে, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ব্যবহার করা মাস্ক কিভাবে নষ্ট করা উচিত?

ছবি
                                             ব্যবহার করা মাস্ক কিভাবে নষ্ট করা উচিত? ব্যবহার করা মাস্ক যেখানে সেখানে না ফেলে সঠিক ভাবে  নষ্ট করা উচিত।ব্যবহার করা মাস্ক যেখানে সেখানে বা ডাস্টবিনে ফেলা উচিনা। এখন থেকেও ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। ডাস্টবিন থেকে অনেক প্রাণী খাদ্য সংগ্রহ করে থাকে এটা তাদের পক্ষ্যেও ক্ষতিকারক হতেপারে। আপনার ব্যবহার করা ম্যাক্স  নিয়ে  কি কি করা উচিত তা নিচে আলোচনা করলাম। এই ব্যবহার করা ম্যাক্স নষ্ট করার সহজ উপায় পুড়িয়ে ফেলা। কারণ আগুনের সংস্পর্শে এলে সব জীবাণু মারা যায়। এটাকে যেখানে সেখানে না পুড়িয়ে নির্দিষ্ট উপায়ে পুড়াতে হবে। উপায় কি? ১) আপনাকে একটি টিনের কন্টেনার নিতে হবে। তেলের টিনের কন্টেনার সহজেই বাজারে পেয়ে যাবেন। ২) এই টিনের কন্টেনার কে ২ নম্বর ছবির মতন করে কেটে নিন। ৩) মুখের দিকটিতে একটি পাইপ বা লাঠি লাগিয়ে হাতল বানিয়ে নিন। তৈরী হয়েগেল আপনার নিজস্ব ব্যবহৃত ম্যাক্স ডিস্ট্রয় গেজেট। ব্যবহৃত ম্যাক্স এই কন্টেনারে রেখে পুড়িয়ে দিন। পুরা ছাই ডাস্টবিনে ফেলেদিন। সবসমস্যা শেষ।  

খারাপ হয়ে যাওয়া ঔষধ কিভাবে ধ্বংস করা উচিত?

ছবি
                                            How should spoiled medicine be destroyed?                                         খারাপ হয়ে যাওয়া ঔষধ কিভাবে ধ্বংস করা উচিত? খারাপ হয়ে যাওয়া ঔষধ আপনার বাড়ির আশেপাশে বা ডাস্টবিনে ফেলেদেবেন্ না। মনে রাখবেন  বৈধতা থাকাকালীন ঔষধ যেমন জীবনদায়ী ঔষধের বৈধতা শেষ হয়েগেলে তেমনি জীবননাশক। তাই পুরাতন বা বৈধতা শেষ হয়া ঔষধ যেখানে সেখানে ফেলা ঠিক নয়। ঐ ঔষধ ধ্বংস করার বা নষ্ট করার কিছু নিয়ম আছে। পুরাতন ঔষধকে হাজার ডিগ্রি তাপমাত্রায় পুড়িয়ে ফেলতে হয়। কিন্তু এটা আমাদের পক্ষ্যে অনেক সময় সম্ভব হয়না ,তাই আমরা যেটা করতে পারি - কি কি করবেন না :- পুরানো বা অব্যবহৃত ওষুধকে ব্যবহার বা  আশেপাশে রাখবেন না।এটা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। টয়লেট থেকে আপনার ওষুধ ফ্লাশ করবেন না। এটি জল দূষণ করে । মাটির তলায় পুটবেননা  কারণ মাটি নষ্ট হতেপারে। ঐ ওষুধ পরিবেশের জন্য বিশেষ ক্ষতিকারক। কি কি করতে হবে :-   আপনার ওষুধের মেয়াদ শেষ হওয়ার তারিখটি পরীক্ষা করুন।এবং মেয়াদ উত্তীর্ন ঔষধকে আলাদা করে ফেলুন। তরল ওষুধ কে জলের সঙ্গে মিশিয়ে তা দুর্বল করে দিন। তা একটি প্লাস্

অ্যাপ নির্ভর বাইক বেআইনী

অ্যাপ নির্ভর বাইক বেআইনী। ---------------------------------------- দিপঙ্কর(DM) ঃ কলকাতা শবর জুরে চলছে অ্যাপ নির্ভর বাইকের ব্যবহার। লিউটাউন, সেক্টর -5 এর মতন শহরতলি অন্ঞলে অফিস পারার নিত্যযাত্রিদের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে Repido, Ola, Uber moto এর মতন অ্যাপ নির্ভর বাইক ট্যাক্সির ব্যবহার বারছে। যা নিত্য যাত্রীদের দুশ্চিন্তা অনেকাংশে কমিয়েছে। আর পাশাপাশি অনেক বেকার যুবকদের দিযেছে কাজের সুযোগ।           যখন দেশের GDP নিচেরদিকে, যখন দেশের বড় বড় নামজাদা কম্পানি কর্মিছাটায়ে মেতেছে। সরকারের কাছে যখন নতুন কর্মসংস্থানের উপায় নেই। তখন এই সকল অ্যাপ নির্ভর বাইক টেক্সি তাদের জীবনে নতুন কর্মসংস্থানের দরজা খুলে দিয়েছে।              কিন্তু দুঃখের বিষয় নতুন কর্মসংস্থানকে যেখানে সরকারকে স্বাগত জানানো উচিত সেখানে পুলিশি অত্যাচার সয্য করতে হচ্ছে। সরকার যেখানে সকল অ্যাপ নির্ভর বাইক চালকে ফ্রিতে কমার্শিয়াল প্লেট দিয়ে নতুন নিদর্শন তৈরি করার কথা, সেখানে 4000   থেকে 5000 টাকা ফাইনের কথা বলছে। এসবদেখে নচিকেতার একটা গান মনে পরে গেল।"কোন এক উল্ট রাজার উল্ট বুঝলি প্রজার দেশে.... "           

পঙ্গপাল ডেকে আনতে পারে মহামারী

ছবি
 পঙ্গপাল ডেকে আনতে পারে মহামারী    ঘাস ফড়িংয়ের সমগোত্রীয় প্রাণী এই পঙ্গপাল।বিশ্লেষকদের মতে, পৃথিবীর প্রাণিজগতের মধ্যে অত্যন্ত বিস্ময়কর আচরণ দেখাতে সক্ষম এই পঙ্গপাল। কেননা অন্য কোনো প্রাণী এই পতঙ্গের মতো এত বড় দল নিয়ে নাটকীয়ভাবে দ্রুত আবির্ভূত হয় না। আর্কিডিডি পরিবারে ছোট শিংয়ের বিশেষ এই প্রজাতিটি মূলত বিশাল বিশাল ঝাঁক বেঁধে একত্রে আক্রমণ সাজায়। এতেই মাঠের পর মাঠ ফসল উজাড় হয়ে যায় মুহূর্তে। প্রায় ১০ লক্ষাধিক পতঙ্গের একটি ঝাঁক প্রতিদিন ৩৫ হাজার মানুষের খাদ্য সাবাড় করতে সক্ষম।খাদের সন্ধানে এরা ঝাঁকে ঝাঁকে মাইলেরপর মেইল পারিদেয়।  পোকাগুলোর উপদ্রব ঠেকাতে এখন পর্যন্ত কোনো কার্যকরী পদ্ধতি আবিষ্কৃত হয়নি। তাছাড়া মাটিতে পঙ্গপালের ডিম দীর্ঘদিন টিকে থাকতে পারে। এমনকি ২০ বছর পরেও পতঙ্গটির ডিম থেকে বাচ্চা হতে পারে।অতিবৃহৎ একটি ঝাঁক প্রায় ৬৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। যেখানে প্রতি কিলোমিটারের ঝাঁকে ৪ থেকে ৮ কোটি পতঙ্গের অবস্থান। ধর্মীয় গ্রন্থে পঙ্গপালের উল্লেখ পঙ্গপালের ইতিহাস বহু পুরনো। প্রাচীন মিসরীয়দের কবরে এর ছবি দেখা যায়। এছাড়া গ্রিসের ইলিয়াডে এই পতঙ্গের কথা উল্