খারাপ হয়ে যাওয়া ঔষধ কিভাবে ধ্বংস করা উচিত?

                                            How should spoiled medicine be destroyed?
                                        খারাপ হয়ে যাওয়া ঔষধ কিভাবে ধ্বংস করা উচিত?


খারাপ হয়ে যাওয়া ঔষধ আপনার বাড়ির আশেপাশে বা ডাস্টবিনে ফেলেদেবেন্ না। মনে রাখবেন  বৈধতা থাকাকালীন ঔষধ যেমন জীবনদায়ী ঔষধের বৈধতা শেষ হয়েগেলে তেমনি জীবননাশক। তাই পুরাতন বা বৈধতা শেষ হয়া ঔষধ যেখানে সেখানে ফেলা ঠিক নয়। ঐ ঔষধ ধ্বংস করার বা নষ্ট করার কিছু নিয়ম আছে। পুরাতন ঔষধকে হাজার ডিগ্রি তাপমাত্রায় পুড়িয়ে ফেলতে হয়। কিন্তু এটা আমাদের পক্ষ্যে অনেক সময় সম্ভব হয়না ,তাই আমরা যেটা করতে পারি -

কি কি করবেন না :-
পুরানো বা অব্যবহৃত ওষুধকে ব্যবহার বা  আশেপাশে রাখবেন না।এটা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে।
টয়লেট থেকে আপনার ওষুধ ফ্লাশ করবেন না। এটি জল দূষণ করে ।

মাটির তলায় পুটবেননা  কারণ মাটি নষ্ট হতেপারে। ঐ ওষুধ পরিবেশের জন্য বিশেষ ক্ষতিকারক।

কি কি করতে হবে :-

 আপনার ওষুধের মেয়াদ শেষ হওয়ার তারিখটি পরীক্ষা করুন।এবং মেয়াদ উত্তীর্ন ঔষধকে আলাদা করে ফেলুন।
তরল ওষুধ কে জলের সঙ্গে মিশিয়ে তা দুর্বল করে দিন। তা একটি প্লাস্টিকের প্যাকেটে সিল করে ফেলুন।
আবর্জনায় ঔষধ  ফেলে দেওয়ার জন্য প্রথমে আপনার ওষুধটিকে  প্লাস্টিকের ব্যাগে  সিল করুন ।

ভালো কেমিস্টের সঙ্গে পরামর্শ করতে পারেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আলকুশী চমকে দেওয়ার মতন একটি গাছ

10 টি বিখ্যাত লিওনার্দো দ্য ভিঞ্চি আর্টওয়ার্কস

নাগাল্যান্ডে কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ !