ব্যবহার করা মাস্ক কিভাবে নষ্ট করা উচিত?

                                             ব্যবহার করা মাস্ক কিভাবে নষ্ট করা উচিত?
ব্যবহার করা মাস্ক যেখানে সেখানে না ফেলে সঠিক ভাবে  নষ্ট করা উচিত।ব্যবহার করা মাস্ক যেখানে সেখানে বা ডাস্টবিনে ফেলা উচিনা। এখন থেকেও ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। ডাস্টবিন থেকে অনেক প্রাণী খাদ্য সংগ্রহ করে থাকে এটা তাদের পক্ষ্যেও ক্ষতিকারক হতেপারে। আপনার ব্যবহার করা ম্যাক্স  নিয়ে  কি কি করা উচিত তা নিচে আলোচনা করলাম।

এই ব্যবহার করা ম্যাক্স নষ্ট করার সহজ উপায় পুড়িয়ে ফেলা। কারণ আগুনের সংস্পর্শে এলে সব জীবাণু মারা যায়। এটাকে যেখানে সেখানে না পুড়িয়ে নির্দিষ্ট উপায়ে পুড়াতে হবে। উপায় কি?

১) আপনাকে একটি টিনের কন্টেনার নিতে হবে। তেলের টিনের কন্টেনার সহজেই বাজারে পেয়ে যাবেন।
২) এই টিনের কন্টেনার কে ২ নম্বর ছবির মতন করে কেটে নিন।
৩) মুখের দিকটিতে একটি পাইপ বা লাঠি লাগিয়ে হাতল বানিয়ে নিন।


তৈরী হয়েগেল আপনার নিজস্ব ব্যবহৃত ম্যাক্স ডিস্ট্রয় গেজেট। ব্যবহৃত ম্যাক্স এই কন্টেনারে রেখে পুড়িয়ে দিন। পুরা ছাই ডাস্টবিনে ফেলেদিন। সবসমস্যা শেষ। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আলকুশী চমকে দেওয়ার মতন একটি গাছ

10 টি বিখ্যাত লিওনার্দো দ্য ভিঞ্চি আর্টওয়ার্কস

নাগাল্যান্ডে কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ !