পোস্টগুলি

জুলাই, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

COVID-19 থেকে বাঁচতে কিকরবেন।

ছবি
যে ভাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে তা থেকে বাঁচতে আমরা লোকডাউনতো মানছি ,মাস্কতো পড়ছি।এগুলিকে যথেষ্ট ? না। ঘরে আরো কিছু ব্যবস্থা করে রাখতে হবে যেমন  - * প্যারাসিটামল (Paracetamol) ঘরে জমিয়ে রাখুন।   * বেটাডাইন (Betadine) বা মাউথ ওয়াস দিয়ে দিনে তিনবার গার্গেল করুন।  * B complex ওষুধের ব্যবস্থা করে রাখতে হবে।  * নিয়মিত নরমাল জলের ইস্টিম নাক ও মুখ দিয়ে নিতে হবে।  * যদি শ্বাস কোষ্ঠের রোগ থাকে অক্সি মিটার ও অক্সিজেন এর সিলিন্ডারের ব্যবস্থা করে রাখতে হবে।   * মোবাইলে আরোগ্য সেতু (arogya Setu app) ডাউনলোড করে রাখুন।  * নিয়মিত শ্বাস-প্রশ্বাস নেওয়ার ব্যাম করুন ।  * ভিটামিন C ও D3 বেশি করে খেতে হবে।    ** করোনা আমাদের নাকে ও গলায় প্রথম বাসা বাধে। কোরোনাকে নাক ও গলাতেই মেরেফেলা যায়। নিয়মিত ইস্টিম ও ইনহেলারের ব্যবহারের ফলে।  ** শরীরের ইমিউন পাওয়ার বাড়াতে হবে। ভিটামিনC আছে এমন খাবার বেশি করে খেতে হবে।ব্যাম করতে হবে।   ** গলা ব্যথা অনুভব করলে ঘন ঘন গরম জল খাবেন , অথবা প্যারাসিটামল খেতে হবে। ভিটামিনC , Bকম্পেলেক্স খেতে হবে।  ** কাশি ,জ্বর,শ্বাস কষ্ট হলে  ভিটামিনC , Bকম্পেলেক্স, প্যারাসিটামল খেতে হবে।অক্স

Blogging কি ? Blogging করে কি ভাবে ইনকাম করবেন ?

ছবি
পৃথিবী ক্রমাগত বদলে চলেছে ,বদলে যাচ্ছে কাজের বাজার ,কাজের ধরণ ,কাজ করার পদ্ধতি,ইনকামের রাস্তা। যাদের লেখার শখ আছে তারা  Blogging  করেও  টাকা ইনকাম করতে পারে।  একবার আপনি  ভালো ব্লগার হয়েগেলে ঘরে শুয়ে শুয়েও আপনি ইনকাম করতে পারবেন। হ্যাঁ ঠিক ধরেছেন Blogging একটি ভালো Passive ইনকামের রাস্তা। আজ আমরা শিখবো কিভাবে আমরা Blogging শুরু করতে পারি।  কিছু লোক ভিডিওর মাধ্যমে কথাবলে ইনকাম করছে যেমন ইউটিউবার ,আর কিছুলোক লিখে ইনকাম Blogger . যখনি আপনি কোনো বিষয়ে লেখেন সেটাকে বলাহয় ব্লগ। আর এই লেখার প্রক্রিয়া একে জনসমক্ষে পৌঁছানোর প্রক্রিয়া, এ থেকে ইনকামের প্রক্রিয়া কে বলে Blogging. অনেকেই ভাবে Blogging শুধুমাত্র হবি ,কেরিয়ার নয়। কিন্তু আজ এমন অনেকেই আছেন যারা শুধুমাত্র Blogging করে মোটা অংকের টাকা ইনকাম করছে।   আজ আমরা এক এক করে Blogging এর শুরু থেকে শেষ জানবো   যখনি কারোমাথায় আসে সে Blogging করবে সঙ্গে সঙ্গে সে লেখতে শুরু করেদেয়। আজ মোবাইল নিয়ে তো কাল বাইক নিয়ে পরশু টুরিজম নিয়ে। এখানেই শুরুতে ভুল করে অনেকেই। এতে গ্রো-করার সুযোগ কমেযায়। এতে কেরিয়ার আর গড়েতোলা যায়না। সুদু শখ হিসাবে রয়েযায়। তো যদি আপনি

হাজব্যান্ড বা ওয়াইফ বিয়ের এতো বছর পরেও অন্য নারী/পুরুষ দেখলেই ছোঁক ছোঁক করেন ? জানুন।

ছবি
( সংগৃহিত )এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়া যাবে আমাদে DNA তে । এর উত্তর পেতে হলে আমাদের একটু পেছনে ফিরতে হবে। বেশি পেছনে না। মাত্র ৩০ হাজার বছর আগে। যখন আমরা শিকার আর ফলমূল সংগ্রহ করে বেঁচে ছিলাম। আমাদের সেই আদিপুরুষদের মনস্তত্ত্ব ঘাঁটলেই আমাদের আজকের মনস্তত্ত্বের কিছুটা আঁচ পাওয়া যাবে। এর মূলেও আছে আমাদের পূর্বপুরুষদের মনস্তত্ত্ব ,সমাজ ব্যবস্থা । মনে করা হয়, সেসময়কার সমাজে কোন ব্যক্তিগত সম্পদের কোন ধারণা ছিল না। ব্যক্তিগত সম্পদ ছিল না বলে একগামী কোন রিলেশনেরও প্রয়োজন দেখা দেয়নি। তবুও , মানুষ কিন্তু একগামী রিলেশনে আবদ্ধ হয় এবং টিকিয়ে রাখে তার সন্তানদের কথা ভেবে, নিজেদের কথা ভেবে না। আমার সন্তান যেহেতু আমার সম্পদ পাচ্ছে না, কাজেই আমার তো একগামী  রিলেশনে থাকারও প্রয়োজন নাই—ব্যাপারটা অনেকটা এই রকম। তো নারী-পুরুষ তাদের সন্তান-সন্ততি নিয়ে একটা ছোটখাটো দল আকারে থাকতো। এক নারী যতো খুশি পুরুষের সাথে সুসম্পর্ক তৈরি করতে পারতো। ‘ফাদারহুড’ বলে কোন ধারণা তখনো চালু হয়নি। পুরুষ ছিল নারীদের কাছে এক রকমের সেক্স টয়। প্রকৃতি সন্তান চায়। সেই সন্তান উৎপাদনের জন্য নারী সেই সময় পুরুষকে জাস্ট ব্যবহার করতো।

অ্যান্ড্রয়েড 11 নতুন ভার্সনে নতুন কী আছে। জেনেনিন।

ছবি
অ্যান্ড্রয়েড প্রতিবার নতুন নতুন ভার্সনকে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি নামে বাজারে এনেথাকে যেমন অ্যান্ড্রয়েড ললিপপ , পাই ইত্যাদি। ১০ জুন অ্যান্ড্রয়েড রিলিজ করল অ্যান্ড্রয়েড-১১ আর তার সঙ্গে নিয়ে এলো নতুন নতুন ফিচার।হয়ত অ্যান্ড্রয়েড-১১ ও পাবে সুন্দর একটি মিষ্টির নাম। চলুন দেখেনি কী  কী  সুবিধা দিচ্ছে অ্যান্ড্রয়েড-১১, অ্যান্ড্রয়েড-১০ থেকে অ্যান্ড্রয়েড-১১ এর মধ্যে খুববেশি পার্থ্যক না থাকলেও আছে কিছু ইউনিক পার্থ্যক। যেমন - ডার্ক মোড  :- অ্যান্ড্রয়েড-১১ এ আপনি পাচ্ছেন ডার্ক মোড ব্যবহারের সুবিধা ,শুধু তাইনা আপনি ডার্কমোডকে শিডিউল করতে পারবেন। যদি আপনি মনে করেন রাত ৮ টা থেকে ১২ টা পর্যন্ত ডার্ক মোড ব্যবহার করতে চান। তা আপনি নিজের মতন করে শিডিউল করতে পারবেন। এটা সুন্দর একটা সুবিধা।  বাবেল নোটিফিকেশান :- ফেসবুকে যেমন আমরা বাবেল নোটিফিকেশান দেখতে পেতাম এবার  অ্যান্ড্রয়েড-১১ এ বই ডিফল্ড  বাবেল নোটিফিকেশান পেয়ে যাবেন।  স্ক্রিন রেকর্ড :- অনেকে দিন ধরেই অ্যান্ড্রয়েড-এ স্ক্রিন রেকর্ড আসবে বলে ধোঁয়াশা ছিল ,এবার অ্যান্ড্রয়েড-১১ নিয়ে আসছে স্ক্রিন রেকর্ড আফসন। যা আমাদের অনেক কাজের।  মিউজিক কন

নাগাল্যান্ডে কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ !

ছবি
আমাদের কৌতূহলী মনে ছোট বলা থেকেই জেনে এসেছি ভারতের একটি রাজ্য নাগাল্যান্ডে কুকুরের মাংস ও কুকুরের বমি খাওয়ার রীতি আছে। কিন্তু এবার এই রীতিতে ছেদ পড়েছে। কারণ নাগালেন্ড সরকার কুকুর জবাই, কুকুরের মাংস আমদানি, বিক্রি বা ব্যবসা নিষিদ্ধ করেছে।  পৃথিবীর গুটি কয়েক দেশে কুকুরের মাংস খোয়ার রীতি আছে যেমন কোরিয়া , চীন , থাইল্যান্ডে। আর ভারতের কয়েকটি রাজ্যে কুকুরের মাংস খোয়ার রীতি ছিল যেমন মিজোরাম ,নাগালেন্ড। মিজোরামে আগেই কুকুরের মাংস বন্ধ করা হলেও এবার নাগাল্যান্ডে কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ হলো। তাদের খাদ্য রীতির এই পরিবর্তন খুব সহজ ছিলনা।  দীর্ঘ দিন ধরেই অনলাইনে আমরা একটি ছবি দেখে খুব দুঃখ্য পেতাম ,খাঁচায় বন্দি ঠাসা হাসি করে এক পাল কুকুরকে ব্যবসার কারণে বাজারে নিয়ে যাওয়া হচ্ছে। কুকুর গুলিকে লাঠিদিয়ে পিটিয়ে পিটিয়ে মারা হয়। তারপর তার মাংস বিক্রি হয় বাজারে। পশু প্রেমীরা দীর্ঘদিন ধরে এর বিরুদ্ধেআন্দোলন চালাচ্ছিল। নাগাল্যান্ডে বছরে ৩০ হাজারের বেশি  কুকুরের মাংস  খাওয়া হতো ।মিজরামের পর নাগালেন্ড সরকার কুকুরের মাংস নিষিদ্ধ করায়  পশুপ্রেমীরা উচ্ছাসিত।