"ছোটি সি আশা " যাচ্ছে চাঁদে



২০১৩ সালে মঙ্গলের কক্ষপথে ঢুকেপড়ে রেকর্ড গড়েছিল ভারত। ২০১৩ সালের ৫ নভেম্বরের সেই ঐতিহাসিক পারির পর এবার নতুন রেকর্ড গড়তে চলেছে ভারত। "ইসরো" ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার খবর অনুযায়ী এই প্রথম কোনও বেসরকারি অভিযান হতে চলেছে চাঁদে।
মাত্র দুটি ক্যামেরা ,ব্যাটারি এবং টেলি যোগাযোগের যন্ত্র নিয়ে দেশলায়ের বাক্সর  মতন চেহারার খুদে রোবট "ছোটি সি আশা " . "টিম ইন্ডাস "চাঁদের মাটিতে নামবে রোভার "ছোটি সি আশা "কে। চাঁদের মাটিতে ৫০০ মিটার চলবে সে ,আর চাঁদের ছবি তুলে পাঠাবে পৃথিবীতে সেই তথ্য চলে আসবে টিম ইন্ডাসের কাছে। "গুগল" এর আয়জিত চাঁদ অভিযানে জিতেছিল টিম ইন্ডাস। সংস্থার খবর অনুযায়ী আগামী ডিসেম্বর থেকে মার্চ এর মধ্যে পাঠান হবে "ছোটি সি আশা "কে চাঁদে। শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে পারি  দেবে।  "ছোটি সি আশা " আসাকে চাঁদে  পৌঁছাতে আনুমানিক ১০ দিন লাগবে। এখন বেঙ্গালুরুতে চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষা চলছে তার।
এই অভিযান সার্থক হলে আর্যভট্ট - বরাহমিহিরের দেশের মুকুটে যুক্ত হবে মহাকাশ বিজ্ঞের আরো একটি পালক।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আলকুশী চমকে দেওয়ার মতন একটি গাছ

10 টি বিখ্যাত লিওনার্দো দ্য ভিঞ্চি আর্টওয়ার্কস

নাগাল্যান্ডে কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ !