পৃথিবী ক্রমাগত ছোট হয়ে যাচ্ছে


ব্রিটিশ পদার্থবিদ স্টিফেন হকিং হুঁশিয়ারি দিয়ে ছিলেন পৃথিবীর বাইরে খুব তাড়াতাড়ি বিকল্প উপনিবেশ গড়তে না পারলে ধ্বংস হয়ে যাবে মানুষ। একাধিকবার তিনি বিজ্ঞানীদের হুশিয়ার করেছেন। কৃতিম যন্তের বুদ্ধি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে তিনি ধ্বংসের দূত হিসাবে চিহ্নিত করেছেন।
        আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এ আই ) ক্ষেত্রে আমরা দ্রুত অনন্তি করছি। বর্তমানে পরিবেশ ও পরিস্থিতি বিশ্লেষণ করে কম্পিউটার সিদ্ধান্ত নিতে ও কাজ করতে সক্ষম হয়েছে। তিনি এই বিকাশের বিরধিতা করেননা। তিনি মনে করেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এর লাভ অনেক আমাদের ভাবনা চিন্তাকে এ এই দিয়ে বহু গুন্ বাড়িয়ে তুলতে পারলে কল্পনা করা যায়না কোথায় পৌঁছে যাব আমরা। ইটা হবে মানুষের সেরা উদ্ভাবন নয়ত খারাপ। কিন্তু  হকিং এটার খারাপ দিকটা নিয়ে চিন্তিত। তার ধারণা  যেভাবে কম্পিউটারে ভাইরাস ঢুকিয়ে দেওয়া হয় কব্জা করা হয় অন্নের কম্পিউটারকে সে ভাবেই একদিন টেকনলজি এতো উন্নত হয়ে যাবে যে যন্ত্রই হয়ত তৈরী করবে নিজের প্রতিরূপ।যন্ত্রের দাপট  মানুষের পক্ষে মোটেই ভাল হবেনা। হকিং চিন্তিত মানুষের পক্ষে পৃথিবী ক্রমাগত ছোট হয়ে যাচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব মানুষের বসবাসের জন্য অন্ন গ্রহের খোঁজ দরকার। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আলকুশী চমকে দেওয়ার মতন একটি গাছ

10 টি বিখ্যাত লিওনার্দো দ্য ভিঞ্চি আর্টওয়ার্কস

নাগাল্যান্ডে কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ !