অনলাইন ক্যেব বুকিংয়ে প্রতারণা ! সাবধান !




এ এক অভিনব প্রতারণা।  সন্ধেহের্  তীর  জামতারা গ্যাং এর দিকে।কিভাবে হচ্ছে এই প্রতারণা ? সাউথ কলকাতার একটি সত্য ঘটনা যা আপনার চোখ খুলেদেবে।  মাঝরাতে এক ব্যক্তি অনলাইনে নিজের মোবাইলে একটি ক্যেব বুক করেন। কিন্তু তিনি লক্ষ করেন কিছুতেই তার ক্যেব বুক হচ্ছেনা। বাধ্যহয়ে গুগল করেন এবং সার্চ করে বের করেন ওই অনলাইন ক্যাবের কাস্টমার কেয়ারের নাম্বার। কাস্টমার কেয়ার তাকে জানায় যে -

 "স্যের , আপনার আগের বুকিংয়ে কিছু সামান্য টাকা বাকি ছিল সেটা মিটিয়ে দিলেই আপনার নতুন বুকিং হবে "। 

সে ভাবলো ৫-১০ টাকার ব্যেপার মিটিয়ে দিই। কিন্তু কোথায় মেটাবে ? কাস্টমার কেয়ার জানায় -

 " আপনাকে একটি পেমেন্ট লিংক পাঠাচ্ছি সেখানেই পেমেন করে দিন।"।

 কথামত তার মোবাইলে পেমেন্ট লিংক চলে আসে এবং সে পেমেন্টও করেদেন। 

এর পরেই তার একাউন্ট থেকে কেটে নেওয়া হয় বেশকিছু টাকা। সুদু তাই নয় তার কিছু বোঝার আগেই কয়েক দফায় তার একাউন্ট থেকে কেটে নেওয়া হয় মোটা অংকের টাকা। 

কিভাবে করলো ? 

গুগলকে ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি কাস্টমার কেয়ার নাম্বার হিসাবে নিজেদের নাম্বার সার্চইঞ্জিনের উপরে রেখেছে। যাতে সাধারণ মানুষ তাদের খপ্পরে পরে। 

কি করণীয় ?

তাই সাবধান হয়েযান। কোনো ভাবেই কোনো পরিস্থিতিতেই মোবাইলে আসা কোনো পেইমেন্ট লিংক থেকে পেইমেন্ট করবেননা। নিজে সতর্ক হউন ,অন্যকে সতর্ক করুন।     

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আলকুশী চমকে দেওয়ার মতন একটি গাছ

10 টি বিখ্যাত লিওনার্দো দ্য ভিঞ্চি আর্টওয়ার্কস

নাগাল্যান্ডে কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ !