আপনিকি ফেসবুক প্রেমী। সাবধান। প্রতারণা থেকে। বিস্তারিত জানতে পরুন -


আমরা এতদিনে সকলেই জেনেগেছি সোসাল মিডিয়া একদমই বিশ্বস্ত স্থান নয়। যেকোন মুহূর্তে সাধারণ মানুষ পড়তে পারে প্রতারণার ফাঁদে। ফেসবুকের মাধ্যমে আকছার হচ্ছে প্রতারণা। কিভাবে হয় প্রতারণা ? বিভিন্ন ভাবে হতে পারে। আপনি চিন্তাও করতে পারবেননা কি কি উপায়ে আপনাকে প্রতারকরা ফাঁসাতে পারে। আজ আপনাদের এমনি কিছু সত্যিকারের ঘটনা জানাবো জেনে আপনি হতবাক হয়ে যাবেন।


 এই মহিলাকে দুজন ব্যক্তি ফেসবুকের কর্মকর্তা হিসাবে পরিচয় দিয়ে  বিপুল অঙ্কের লটারি জেতার টপ দেয়। মহিলা আগেথেকেই সাবধান হয়ে যায়।


 এই ব্যক্তির  নাম ক্যারোল এবং তার সঙ্গে এক ব্যক্তি যোগাযোগ করছে , সে  দাবি করে যে তিনি ফেসবুকের জুকেনবার্গ এর সিও হিসাবে কাজ করছেন।  ওয়েস্টার্ন ইউনিয়নে 1000 ডলার  পাঠাতে বলছে।  

এমন অনেক উদাহরণ আছে নিচে কিছু দিলাম একটু পড়েনিন। এবং সাবধান হয়ে যান। 



কি করণীয় :-

সাবধান বাণী : ফেসবুক কোনো  "ফেসবুক লটারি" পরিচালনা করে না।"ফেসবুক লটারি"র নামে কোনো  ইমেল বা বিজ্ঞপ্তি পেলে জানবেন  সম্ভবত এটি একটি কেলেঙ্কারী।ফেসবুকের কর্মকর্তারা কখনোই ফোনকরেনা। সন্দেহ জনক কোনো লিঙ্ক-এ  ক্লিক  বা কোনও সংযুক্তি খুলবেন না,যদি এমনকোন পোস্ট আপনি  পেয়ে থাকেন তবে অনুগ্রহ করে এটি phish@fb.com ফরোয়ার্ড করুন এবং রিপোর্ট করুন। 

আপনার যদি এমন কিছু অভিজ্ঞতা থাকে ,কমেন্টে লিখে জানান।  সকলের উপকারে আসবে বলে আমার আশা 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আলকুশী চমকে দেওয়ার মতন একটি গাছ

10 টি বিখ্যাত লিওনার্দো দ্য ভিঞ্চি আর্টওয়ার্কস

নাগাল্যান্ডে কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ !