এক ফোনে আপনি যেতেপারেন জেলে ! সাবধান



 হুট্ করে আপনার কাছে ফোন এলো বেংক থেকে বা আয়কর বিভাগ থেকে বা আধার কার্ড অফিস থেকে। জানতে চাইলো আপনার আদার কার্ড প্যান কার্ডের সঙ্গে লিংক আছেকিনা। আপনি হয়তো জানালেন আপনার প্যেনকার্ড এর সঙ্গে আধার কার্ড যুক্ত আছে। তারা জানালো তাদের কাছে কোনো রেকর্ড নেই। আপনি অবাক। আপনি আপনার সমস্ত কিছু দিয়ে দিলেন। কোথাও কিছু নেয় , কোনো সমস্যা নেয়।  বেসকিছুদিন কেটেগেলো আপনিও সব ভুলে গেছেন।  কিন্তু অনেকদিন পর দেখলেন আপনার বাড়িতে পুলিশ। কি হয়েছে ? না আপনার বেংক আকাউন্টে প্রচুর টাকা ঢুকেছে। আপনি দেখলেন এমন আকাউন্ট আপনি কখনোই খোলেননি। কোথাথেকে কি হলো ?

আপনার নামে অনলাইনে কেউ বেংক একাউন্ট খুলে রীতিমত চোরাই টাকার বেশ মোটা অংকের টাকা লেনদেন হয়েছে। আপনার একটি মাত্র ভুলে আপনার হয়তো জেল হতে পারে। 

কি করণীয় : হুটকরে আসা ফোনে আপনার কোনো তথ্য দেবেননা। যেটা করণীয় সেটা হলো , আপনার যদি এমন কোনো ফোন আসে তাহলে আপনি আপনার তথ্য ফোনে নাদিয়ে জানিয়ে দিন আপনি সংশিলিস্ট অফিসে গিয়ে আপনার তথ্য জমা দেবেন। তারা আপনাকে ভয় দেখালেও আপনি আপনার সিদ্ধান্তে অনড় থাকুন। 

সতর্ক থাকুন ,সতর্ক হউন , সকলকে সতর্ক করুন। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আলকুশী চমকে দেওয়ার মতন একটি গাছ

10 টি বিখ্যাত লিওনার্দো দ্য ভিঞ্চি আর্টওয়ার্কস

নাগাল্যান্ডে কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ !