আমরা কোন কোন চিনা অ্যাপ ব্যবহার করি

                           আমরা কোন কোন চিনা  অ্যাপ(App)  ব্যবহার করি

মোবাইল আজ আমাদের  সবচাইতে প্রিয় আর জরুরি গ্যাজেট। মোবাইল ছাড়া আমরা এক দিনও চলতে পারিনা। আমাদের পার্সোনাল ফটো ,ভিডিও থেকে ব্যাঙ্ক ,পার্সোনাল ইনফরমেশন সব কিছুই থাকে এই মুঠোয় বন্দি মোবাইলে । সেই মোবাইল সম্পর্কেই আমরা অনেক কিছুই জানিনা। আপনিকি জানেন আপনার মোবাইলে ৯০% চিনা app আপনি ব্যবহার করেন। আমরা অনেকেই জানিনা আমাদের ব্যবহার করা  সবচাইতে দরকারি কোন কোন app চিনা কম্পানির তৈরী করা। আমি আজ আপনাদে এমনি একটি লিস্ট দেবো। আর আপনার অজান্তেই আপনার সকল তথ্য পৌঁছে যাচ্ছে চিনের কাছে।
আমরা ভারতীয়রা চিনা কোম্পানি গুলিকে মিলিয়ন মিলিয়ন ইনকাম দিচ্ছি এই অ্যাপ গুলির মধ্যে থেকে। গুগল পেলেতে টপ ১০  অ্যাপ সার্চ করলে সব চিনা অ্যাপ পাবেন। আর এর ব্যবহার করি সবচাইতে বেশি ভারতে। চিনের  এই সব অ্যাপ  চিনের থেকে বেশি ব্যবহার হয় ভারতে।

ইউ সি  ব্রাউজার একটি জনপ্রিয় অ্যাপ। আপনি কি কি সার্চ করছেন ,কি কি দেখছেন ,সকল ডেটা জমা আছে তাদের কাছে। 
শেয়ার ইট এর মাধ্যমে কি কি ডকুমেন্ট আপনি শেয়ার করছেন তা জমা আছে তাদের কাছে। 




এ ছাড়াও আরো কতো অ্যাপ আমরা ব্যবহার করি। এখানে কিছু লিস্ট দিলাম। 
দেখুনতো আপনি এগুলির মধ্যথেকে কোন কোন অ্যাপ ব্যবহার করেন। যদি আপনি এদের বেশিরভাগ অ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে এখনি সাবধান হয়েযান। 



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আলকুশী চমকে দেওয়ার মতন একটি গাছ

10 টি বিখ্যাত লিওনার্দো দ্য ভিঞ্চি আর্টওয়ার্কস

নাগাল্যান্ডে কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ !