রেল স্টেশনের নাম হলুদের ওপরে কালো অক্ষরে লেখা হয় কেন? জেনেনিন।

ভারতের রেল স্টেশন গুলির নাম বড়ো একটি ঢালাই বেনারে হলুদ রঙের উপর কালো রং দিয়ে লেখা থাকে। কিন্তু কেন এই হলুদ আর কালো রঙের ব্যবহার তা আমরা অনেকেই জানিনা। হলুদ রঙ অতি উজ্জ্বল ,তাই  এই রং অনেক দূর থেকে ভালো করে দেখা যায়।আর অন্ন অন্ন রঙের সাথে এই রং সহজে মিশে যায়না।  এই হলুদ রঙের উপর কালো রং সহজেই ফুটে ওঠে। হলুদ রঙের উপর কালো মোটা অক্ষর মিশে যায়না ফলে বহুদূর  থেকে , এক নজরেই রং দুটির পার্থ্যক্য আমাদের মস্তিক করতে সক্ষম। 

আমরা যখন ট্রেনে দূরে যাত্রা করি তখন ট্রেন সব ইস্টিশনে দাড়ায়না বা খুব সীমিত সময়ের জন্য দাঁড়ায়। আমরা সাধারণত একটি ইস্টিশনের নাম দেখে পরের এস্টেশনটির নাম মনে করতে পারি। তাই এমন দুটি রং ইস্টিশনের নাম লেখার জন্য বাছাই করা হয়েছে যা আমরা সহজেই চিনতে পারি। হলুদ রঙের উপরে কালো অক্ষরের মোটা লেখা কয়েক সেকেন্ডের দেখায় আমাদের মস্তিস্ক পড়তে সক্ষম হয়। তাই ভারতের রেল ইস্টিশন গুলির নাম হলুদ আর কালো রঙে লেখা হয়।  

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আলকুশী চমকে দেওয়ার মতন একটি গাছ

10 টি বিখ্যাত লিওনার্দো দ্য ভিঞ্চি আর্টওয়ার্কস

নাগাল্যান্ডে কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ !