পতঞ্জলির করোনা ওষুধ ,করনীল।

পতঞ্জলি আয়ুর্বেদের চিফ লোকগুরু বাবা রামদেব সোমবার ১২ টার সময় কনফারেন্স করে জানান করোনা থেকে বাঁচতে  'Coronil' ও  'Swasari' নামক ওষুধ  এনেছে। যা পতঞ্জলি রিসার্চ ইনস্টিটিউটে তৈরী করা হয়েছে।  বাবা রামদেব জানিয়েছে ঐ ওষুধে করোনা আক্রান্ত রুগী সেরে উঠছে। বাবা রামদেব জানিয়েছে আউস মন্ত্রকে জানিয়েই তিনি করোনা ওষুধটি লঞ্চ করেছেন। 

কিন্তু ভারত সরকারের আউশ মন্ত্রক পতঞ্জলির এই ওষুধকে আটকে দিয়েছে, এবং পতঞ্জলি রিসার্চ ইনস্টিটিউটের কাছে এই ওষুধের রিসার্চ পেপারও চেয়ে পাঠিয়েছে। আউশ মন্ত্রকে এই ওষুধের বৈজ্ঞানিক ভাবে পরীক্ষিত কোন প্রমান পতঞ্জলির তরফ থেকে আউস মন্ত্রকে দেওয়া বা জানানো  হয়নি। 
পতঞ্জলি তরফ থেকে বালকৃষ্ণ  জানিয়েছে ,randomised placebo controlled clinical trials এর যত স্টান্ডার পেরামিটার আছে তার সব ১০০% পুরন করা হয়েছে। এর সমস্ত রিপোর্ট আমরা আউস মন্ত্রণালয়কে দিয়েদিয়েছি। 

এখন দেখার বিষয় এইযে , সরকারের তরফ থেকে পতঞ্জলির কোরোনার ওষুধ ব্যবহারে ছাড়পত্র পোয়া যাবে কিনা। 
কিন্তু একটা কথা সবাইকে মনে রাখতে হবে, কোরোনার কোনো ওষুধ নেওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আলকুশী চমকে দেওয়ার মতন একটি গাছ

10 টি বিখ্যাত লিওনার্দো দ্য ভিঞ্চি আর্টওয়ার্কস

নাগাল্যান্ডে কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ !