তিল

          



কপালের বাম পশে ও নাকের উপরে তিল থাকলে দৈবধন ও যশলাভের সম্ভাবনা । চোখের নিচে তিল অধ্যবসায়ীর চিহ্ন। গণ্ডস্থলে তিল থাকলে কখনোই ধনশালী হয় না। নিন্ম ও উপর ঠোঁটে তিল বিলাসিতার ও প্রেমিকতার চিহ্ন। কন্ঠের তিল বিবাহ দ্বারা ধনলাভের প্রকাশ করে।  বক্ষস্থিতঃ তিল স্থূলদেহ ও ভাগ্যের পরিচয়। দক্ষিণ পিঞ্জরস্থ তিল হীন বুদ্ধির  চিহ্ন। উদরে তিল পেটুক ও স্বার্থপরের চিহ্ন। হৃদয়ের বিপরীত দিকে তিল নৃশংসতার চিহ্ন।

দক্ষিণ বাহুর তিল দৃঢ়দেহ ও ধৈর্য্যশীলতার চিহ্ন। কন্ঠস্থ তিল  ধৈর্য্যশীলতা,বিশ্বাস ও ভক্তিমানের চিহ্ন। ভ্রু-নিচের তিল জীবনব্যাপী দুঃখ - দারিদ্রের পরিচয়। ললাটেরবাম পাশের তিল (চুলের কাছে) দুঃখ ও অসৎ চরিত্রের চিহ্ন। নাসিকার দক্ষিণ পশে (চক্ষুর কাছে ) তিল দীর্ঘজীবীর  , ধনবান এর চিহ্ন। নাসিকার বাম পাশের তিল নির্ধনী ,অপব্যয়ী ও মূর্খতার পরিচয়। বক্ষস্থলের মধ্যম তিল বিদ্বান ও কবিত্ব শক্তির চিহ্ন। দক্ষিণ পদের তিল  জ্ঞনের পরিচয়। বাম গলার তিল দাম্পত্য - প্রেমে সুখের চিহ্ন। কানের মধ্যের তিল ভাগ্য ও যোশের চিহ্ন।
*জার্ম্মান জোতিষি  থেকে নেওয়া
কমেন্ট করতে ভুলবেন না 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আলকুশী চমকে দেওয়ার মতন একটি গাছ

10 টি বিখ্যাত লিওনার্দো দ্য ভিঞ্চি আর্টওয়ার্কস

নাগাল্যান্ডে কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ !