তিমির বমি

                                        

 বমি শব্দটা শুনলে সকলেরই গা গিনগিন করে ওঠে। সেই বোমিরই দাম হতে পারে ২০ লক্ষ টাকা ! শুনে চমকে গেলেনতো।
এ বমি যাতা বমি নয় এ বমি তিমির বমি। তিন ওমনি জেলে সমুদ্রের উপর ভাসমান তিমির বমি পেয়ে উল্লাসিত। তারা মাছ ধরা ছেড়ে তিমির বমি সংগ্রহ করতে সুর করে তারা ৮০ কেজি তিমির বমি সংগ্রহ করে। যার দাম ২৫ লাখ মার্কিন ডলার। এই খবর Indian Express -এ প্রকাশিত হয়।

তবে তিমির বমির দাম এত কেন?
তমির বমি থেকে তৈরী হয় সবথেকে দামি  সুকন্ধি। বিশ্বের সুগন্ধি প্রস্তুত কারক সংস্থার কাছে তিমির বমির চাহিদা প্রচুর। কারণ এর থেকে তৈরী হয় খুব দামি সুগন্ধি এবং এটি পায়াও দুস্কর। তিমির বমিকে ইংরেজিতে  অম্বারগ্রিস (Ambergris) বলা হয়।
ওমানি ওই দরিদ্র জেলে সমুদ্রে মাছ ধরতে গিয়ে দেখেন সমুদ্রে প্রচুর তিমির বমি ভাসছে। তখন এগুলি দুর্গন্ধময় ছিল , কারণ তিমির বমিথেকে প্রচুর দুর্গন্ধ বের হয়। এটি বহু বছর ধরে শুকিয়ে শক্ত পাথর হলে এটির থেকে সুন্দর গন্ধ ছারে। গত ২০ বছর ধরে দরিদ্রতার সঙ্গে যুদ্ধ করে এবার তারা হয়ে গেলেন কোটি প্রতি।
এবার থেকে নীলতিমির খেলা ছেড়ে নেবে পর তিমির বমি খুঁজতে।  কেজানে কার ভাগ্য কখন খোলে।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আলকুশী চমকে দেওয়ার মতন একটি গাছ

10 টি বিখ্যাত লিওনার্দো দ্য ভিঞ্চি আর্টওয়ার্কস

নাগাল্যান্ডে কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ !