রাশি চক্র মুদ্রা

                           


                         রাশি চক্র মুদ্রা




রাশি চক্রের মুদ্রা সম্রাট জাহাঙ্গীরের সময় জাহাঙ্গীর দ্বারা প্রচলিত হয়। ১৫ই অক্টবর ১৬০৫ সল্ থেকে এটির প্রচলন শুরু হয়। এই মুদ্রা সম্রাট জাহাঙ্গীরের ব্যেক্তিগত রুচির পরিচয় পাওয়া যায়।  এই সোনা আর চান্দির  মুদ্রা গুলি বেশি লোকপ্রিয় হয়েছিল কারণ এর গায়ে অংকিত ছিল পার্সিয়ান রাশি চক্র। কিন্তু জাহাঙ্গীরের উত্তরাধিকারী শাহজাহান মনেকরতেন এটি ইসলাম মতের  বিরোধী , তাই এই মুদ্রাগুলি তিনি বন্ধ করে দেন এবং ওই মুদ্রাগুলিকে গলিয়ে ফেলেন , যার কারণে ওই মুদ্রাগুলি দুষ্প্রাপ্য ও মূল্যবান। কিছু দিন আগে বৃশ্চিক রাশি অংকিত একটি মুদ্রা মুম্বাই এর একটি একশান হাউসে ১.৫৫ কটি টাকায় বিক্কিরি করা হয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আলকুশী চমকে দেওয়ার মতন একটি গাছ

10 টি বিখ্যাত লিওনার্দো দ্য ভিঞ্চি আর্টওয়ার্কস

নাগাল্যান্ডে কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ !