25 ঘন্টায় হবে এক দিন

                




ক্যালিফোর্নিয়ার বোডেগা  মেরিন ল্যাবরোটরিতে জলজ প্রাণী নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানী রিচার্ড বারকার। তাঁর গবেষণাগারের কৃতিম সমুদ্রে " পলিয়েপড" নামে এক শ্রেণীর জলজ জন্তুর খোলসের উপর লক্ষ্য করেন ক্যালসিয়ামের দরুন এক রকমের রেখার সৃষ্টি হয়।  তিনি ধৈর্য্য ধরে লক্ষ্ম করলেন যে এক বছর পূর্ন হলেই রেখার সংখ্যা দাঁড়াচ্ছে ৩৬৫ অর্থাৎ প্রতিদিন একটি করে রেখার সৃষ্টি হচ্ছে।  উৎসাহিত হয়ে বিজ্ঞানী বারকার সমুদ্রের গভীরে তল্লাসী চালিয়ে সংগ্রহ করলেন প্রাচীন পলিয়েডের দেহের আবরণ।  প্রায় ৮ কোটি বছর পূর্বেকার।  গুনে দেখলেন তাঁর গায়ের রেখার সংখ্যা ৩৭৬ টি।  অর্থাৎ তখন দিন হত ২৩ ঘন্টায়র কাছাকাছি সময়ে। এর চাইতে আরো প্রাচীন দেহাবরণ সংগ্রহ করে দেখলেন বছরে দিনের সংখ্যা ৩৯৯ অর্থাৎ দিন হাত প্রায় ২২ ঘন্টায়।  অতএব বিজ্ঞানী বারকার প্রমান করতে চাইছেন যে ক্রমশ দিনের দৈঘ্য  বাড়ছে। এর ফলে আগামী কালের মানুষ হয়ত একদিন ২৪ ঘন্টাকে পিছনে ফেলে ২৫ ঘন্টায় এক দিনের হিসাব করবেন।  তারপর বাড়তে বাড়তে হয়ত একদিন হবে ৫০ ঘন্টায় ,তারপর হয়ত ছয় মাস ধরে চলবে রাত আর ছয় মাস ধরে দিন !
                                                         সংগৃহিত (ভারতবর্ষ *আষাঢ় *১৩৭৫)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আলকুশী চমকে দেওয়ার মতন একটি গাছ

10 টি বিখ্যাত লিওনার্দো দ্য ভিঞ্চি আর্টওয়ার্কস

নাগাল্যান্ডে কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ !