নবযৌবন

                               



মানুষের যৌবন কত অস্থির ও অস্থায়ী। আসতে না আসতেই ভোগবাসনা অপূর্ন রেখেই ব্যধিগ্রস্ত দেহকে ছেড়ে সে চলে যায়। যৌবনকে ধরে রাখা  মানুষের কত কালের ইচ্ছে। । কত কালের স্বপ্ন। কিন্তু কিছুতেই তা সম্ভব হয় না। যৌবন চলেই যায়।
                                            যুগোশ্লভিয়ার কুঞ্জ পর্বতে একটি ঝর্ণা আবিষ্কার হয়েছে যার জল "নব যৌবন রসায়ন " . এই ঝর্ণার খবর তুর্কের প্রাচীন পাশারা জানতেন। কেউ কেউ শত-সহস্র বেগম নিয়ে ঐ ঝর্ণার কাছে কাছি  থাকতেন। জীবন ভোগের জন্য এর জল বাদশাদের খুব কাজে লাগত। ঝর্ণার পাশের গ্রামের লোকরাও এর খবর জানে। তাদের ভাষায় এর জলের নাম মুস্কা ভোদা অর্থাৎ পৌরুষ রসায়ন। তাদের মতে ইহা পরিবারে শান্তি আনে। এই ঝর্ণার জল পান করলে পুরুষের রতিশক্তি বাড়ে ,স্ত্রীলোকদের স্নায়ুদৌর্বল্য ,অনিদ্রা,রক্তের উচ্চচাপ ,যকৃতের ও হজমের গোলযোগ কম হয়। ইতিমধ্যেই এই খবর সকলেই জেনে গেছে।


                                              এসোসিয়েশন ফর স্ট্রাগল এগেনস্ট ওল্ড এজ "মুস্কা ভোদার "একুশ লক্ষ লিটার জল লিটার প্রতি মোটা অঙ্কে কিনতে চেয়েছিলেন। নানা দেশ থেকে  মুস্কা ভোদার জন্য অনুরোধ এসেছিলো।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আলকুশী চমকে দেওয়ার মতন একটি গাছ

10 টি বিখ্যাত লিওনার্দো দ্য ভিঞ্চি আর্টওয়ার্কস

নাগাল্যান্ডে কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ !