Ancient Roman Coin

                              

                                  

23 মিমি স্প্রিন্টারিয়া নামক ১ম শতাব্দীর   বিরল রোমান রোমান্টিক কয়েন  মূলত পিতলের ব্রোঞ্জ । টোকেনের এক পাশে  যৌন কর্ম আঁকা  আছে ,  সর্বদা একজন পুরুষের সাথে একজন নারী আর  অন্য দিকে থাকে  রোমান নাম্বার।  এই  কয়েন  তৈরি করা হয়েছিল কেন তা আজও অজানা ।

কিছু বিশেষজ্ঞরা দাবি করেন যে মূলত  পতিতালয়ের চিত্র  টোকেনের উপর প্রদর্শন করা হয়েছে । এটা মনে করা হয় যে এই কয়েন গুলো  ছিল রোমান সাম্রাজ্যের জনগণের মধ্যে ভাষার বাধার জন্য । উদাহরণস্বরূপ, একজন রোমান নাগরিক যিনি রোমে শুধুমাত্র ল্যাটিন ভাষা জানেননা , এই টকেনটা বা কয়েন তা শুধুমাত্র দেখেই বুজতে পারবে এটির ব্যবহার কোথায় করতে হবে ।  এই যৌনাবেদনময়ী কয়েন গুলি  সার্কাসের টিকিট বা  খাবার ভাউচার হিসাবে ব্যবহার করা যেত যা কয়েন গুলির  একটি সমান্তরাল দিগ্ তৈরি হত ।

  একপাশে যৌনাবেদনময়ী প্রতিকৃতিটি বহন করে, বিপরীত দিকে চিত্রিত করা  একটি সাংখ্যিক চিহ্ন বহন করে যা সম্ভবত টোকেনের মূল্য। বর্তমানে প্রচলিত মতামত অনুযায়ী তারা প্রকৃতপক্ষে যৌন সেবা জন্য টোকেন ব্যবহার করতো  যা বিনামূল্যে বিতরণ করা হয়ত।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আলকুশী চমকে দেওয়ার মতন একটি গাছ

10 টি বিখ্যাত লিওনার্দো দ্য ভিঞ্চি আর্টওয়ার্কস