বাঁদর তুলো নিদের সেলফি (video)

                   


সেলফি তুলতে কেনা ভালো বাসে , কিন্তু বাদর হা ঠিক শুনেছেন ।হাতে কেমেরা পেয়ে দাঁত  বেরকরে জঙ্গলেই তুলে ফেললো  সেলফি ,প্রায় বিলুপ্ত প্রজাতির এক বাঁদর -নারুতো। ২০১১ সালে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ছবি তুলছিলেন ব্রিটিশ ফটোগ্রাফার ডেভিড স্লেটার। হঠাতি হাতে ক্যামেরা পেয়ে বিলুপ্ত প্রায় ঝুঁটিওয়ালা প্রজাতির এক বাঁদর -নারুতো নিজের কয়েকটি ছবি তুলে ফেলে। সুদু তাইনয় আরো তুলেছিল তার পরিবারেও কয়েকটি ছবি।


                                                                                                 


  ডেভিড স্লেটার সেই ছবি তার কোম্পানি ওয়াইল্ড লাইফ পার্সোনালিটিস লিমিটেড এবং সেলফ পাবলিসিং পেলাটফ্রম ব্লুরব -এ ছাপার পরেই বাঁদরের ওই সেলফির স্বত্ব কার তা নিয়ে শুরু হয় বিতর্ক। ডেভিড স্লেটার দাবি করেন ,ক্যামেরা আমার তাই ছবির কপিরাইট আমার। ২০১৫ সালে ওই বাঁদরদের হয়ে একটি আইনি লড়াই শুরু করেছিল পেটা। পেটার দাবি ,ছবিগুলি থেকে যে অর্থ উপার্জন হবে তার কিছুটা ওই নারুতো নামে বাঁদরটির স্বার্থে দিতে হবে। টানা দু-বছর আইনি লড়ায়ের পর দুপক্ষ একটি মীমাংসায় এসেছেন।  দু- পক্ষই রাজি হয়েছে ভবিষ্যতে ওই বিখ্যাত বাঁদরের সেলফি থেকে যা আয় হবে তার ২৫% যাবে তাদের কাছে যারা ইন্দোনেশিয়ার ঝুঁটিওয়ালা বাঁদরদের সংরক্ষণ এর কাজ করছেন।

                                                         ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন












মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আলকুশী চমকে দেওয়ার মতন একটি গাছ

10 টি বিখ্যাত লিওনার্দো দ্য ভিঞ্চি আর্টওয়ার্কস

নাগাল্যান্ডে কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ !