শয়তানের বাইবেল (Codex Gigas)

        



পৃথিবীর সবথেকে বড় হাতে লেখা বই " codex gigas " (কোডেক্স জিগাস) , বইটি ৩ ফুট লম্বা এবং এর ওজন ১৬৫ পাউন্ড , যা গাধা বা খচ্চরের চামড়ার উত্তর লিখিত। বইটা মোট ৬০০ পাতার। বইটিকে  এক স্থান থেকে অন্ন স্থানে নিতে কমপক্ষে ২ জন ব্যক্তির প্রয়জন। এটি    900 মিলিমি লম্বা, 505 মিমি প্রশস্ত এবং উঁচু ওজন 75 কিলোগ্রাম। বইটি ল্যাটিন ভাষায় লেখা। ধারণা করা হয় হারমেন নিকোলাস নামের এক চার্চের সন্যাসী  এই বইটি লিখেছেন। তিনি বর্তমানের চেক প্রজাতন্ত্রের বেনেটিক গির্জার একজন সন্যাসী ছিলেন ,তিনি দুর্বল এক সময়ে একটি নিয়ম ভঙ্গ করেন। তার নিয়ম ভঙ্গের পাপের জন্য শাস্তি দেয়াহয় ,  যে একটি বদ্ধ ঘরে আজীবন নিসংগ কাটাতে হবে। হারমেন এই শাস্তি মেনে নেয়। এক সময় হারমেন অনুরধ জানায় তার পাপের শাস্তি যেন কম করাহয়।  কিন্তু তার জন্য হারমেনকে শর্ত দেয়া হয় যে তার অর্জিত জ্ঞন দিয়ে মানুষের কল্লানের জন্য এক রাতেই একটি বই লিখতে হবে। যে বইয়ে সৃষ্টি কর্তার গুনগান থাকবে। মানুষের বিভিন্ন সমস্যার সমাধানও থাকবে। হারমেন তাতে রাজি হয়ে যায়।  হরমনকে দেওয়া হয় বই লেখার জন্য যাবতীয় উপকরণ। কালী আর খচ্চরের চামড়া। এক সন্ধ্যায় তিনি লিখতে বসেন ,কিন্তু মাঝ রাতে তিনি দেখেন মাত্র অর্ধেক বই লিখেতে পেরেছেন। হতাশ হয়ে তিনি মাঝ রাতে নিজের রক্ত দিয়ে শয়তানকে ডাকেন। তিনি প্রার্থনা করেন যে যদি এই বই লিখতে শয়তান তাকে সাহায্য করেন তাহলে হারমেন তার আত্মাকে শয়তানের নাম সোপে দেবে। শয়তান হরমনের ডাকে সারাদেয়। সশরীরে শয়তান হাজির হয়ে লেখা শুরু করেন ,ভোরের আগেই লেখা শেষ হয়ে যায় কোডেক্স জিগাস বইটি। নিজের প্রমানের জন্য বইটির ২৯০ পেজে শয়তান নিজের ছবি এঁকে রেখে যায়। শয়তানের সাহায্যে লেখা বলেই এটিকে শয়তানের বাইবেল বলা হয়।

                কি আছে এই শয়তানের বাইবেল বা কোডেক্স জিগাস বইটিতে ? বইটি ল্যাটিন ভাষায় লেখা এবং বিভিন্ন চরিত্রের চারটি প্রসঙ্গ রয়েছে। প্রকৃত পাঠ বাইবেলের সাথে শুরু হয় - ওল্ড টেস্টামেন্ট, যা পাঠ্যসূচির  আলাদা আলাদা বিষয়। এইবইটির  মধ্যে তথাকথিত পাপীদের একটি তালিকা এবং যাজকদের সঠিক উপায়  যাজকদের জন্য একটি ম্যানুয়াল রয়েছে। তাছাড়াও স্রষ্টার বিপক্ষের পাশাপাশি বিভিন্ন রাগের চিকিৎসার পদ্ধতির বর্ণনা আছে। এছাড়াও ভয়ঙ্কর অভিশাপ থেকে আত্মার মুক্তি ,আত্মার বশীকরণ ও লালন পালন , কালো জাদুর মন্ত্র ছাড়াও আরো নানান বিষয়ে লেখা আছে। বেনেতিক সাধকরা অর্থ সংকটেপরে বইটি বিক্ক্রি করে দেয়। পরে বইটি সুইডিস  রয়েল লাইব্রেরিতে রাখাহয়। ১৬৯৭ সালে সুইডেনের রাজপ্রাসাদে একটি ভয়াবহ আগুন লাগে বইটির কিছু পাতা পরে যায়,কিছু পাতা হওয়াতে উড়ে যায়। ওই পাতা গুলি আর পাওয়া যায়নি। বর্তমানে বইটি সুইডেনের জাতীয় গ্রন্থগারে সংরক্ষিত আছে। কোডেক্স জিগাস নিয়ে এখনো গবেষণা চলছে। নেশনাল জিওগ্রাফির প্রতিবেদনে বলা হয়েছে এটি একটি মানুষের হাতে লেখা। তবে এই বইয়ের সব রহস্য আজও মানুষের অজানা।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আলকুশী চমকে দেওয়ার মতন একটি গাছ

10 টি বিখ্যাত লিওনার্দো দ্য ভিঞ্চি আর্টওয়ার্কস

নাগাল্যান্ডে কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ !