জঞ্জালের জি স টি ১৮%

                           


দেশ জুড়ে বাড়তে চলেছে জঞ্জাল। হ্যা , এতদিন রিসাইকেল এর জন্য আপনার ঘরের যে শিশি -বোতল ,কাগজ আপনি বিক্কিরি করতেন তার দাম কমতে চলেছে। আপনার ফেলেদেয়া শিশি -বোতলের উপর জি স টি ১৮% লেগে গেছে। আর এই রিসাইকেল থেকে যে নতুন সিসি-বোতল তৈরী হবে তার জি স টি ৫% ., ফেলেদেওয়া ওই জঞ্জাল যাদের রোজগারের মধ্যম ছিল তারা পড়েছে মুস্কিলে। দেশ জুড়ে কয়েক লক্ষেরও বেশি মানুষ এই পেশার  সঙ্গে যুক্ত। প্রত্যেকের মাথায় হাত। ফেলে দেওয়া জঞ্জালে  ১৮% জি স টি   দিতে হবে তাদের। আগে এই জঙ্গলের উপর কোন টেক্স ছিল না। নূতন বোতল বা নতুন জুতোর টেক্স ৫% যখনি ইটা ব্যবহার অজগ্য জঞ্জাল এর জি স টি ১৮% ,রিসাইকেল পেলাস্টিকের উপর ১২%-১৮% ,পেট বোতল ১২% জি স টি লাগানো হয়েছে। প্রায় ১৬ থেকে ২০ লক্ষ লোক এই জঞ্জাল এর ব্যবসায় যুক্ত আছে। ৭৫০০ জঞ্জাল প্রসেসিং ইউনিট আছে। ওই কাবারীরা পুরো দেশ জুড়ে এই জঞ্জাল কিনে বা জোগাড় করে রিসাইকেল প্রসেসিং এর জন্য পাঠায়। এই জি স টি চালু হওয়ার পরথেকেই ওই রিসাইকেল পেলাস্টিকের দাম বেড়ে গেছে। যারা এই রিসাইকেল প্লাস্টিক কিনতো তাদের জন্য ইটা আর লাভ জনক বিজনেস হচ্ছেনা। বরঞ্চ লস হচ্ছে। এই রিসাইকেল পেলাস্টিকের বিজনেস প্রায় বন্ধের পথে।  রিসাইকেলিং এর  ব্যবসা বন্ধ হলে কি হবে ?

                                                  ভারতের মতন বড়ো দেশে রিসাইকেলিং খুব জরুরি ।কারণ প্রতিদিনই লক্ষ লক্ষ টন জঞ্জাল আমরা ত্যাগ করি।   রিসাইকেলিং বন্ধ হয়েগেলে ওই সব জঞ্জালের জমতে থাকবে  পরে ওই  জঞ্জাল সমুদ্রে ফেলা হবে।বা জ্বালিয়ে দিতে হবে। সমুদ্রের জল থেকে মাটি,বায়ু দূষণ আরো কয়েক গুন্ বেড়েযাবে। এখন দেখার বিষয় সরকার কিকরে। আপনার মতামত কি? লিখে পাঠান।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আলকুশী চমকে দেওয়ার মতন একটি গাছ

10 টি বিখ্যাত লিওনার্দো দ্য ভিঞ্চি আর্টওয়ার্কস

নাগাল্যান্ডে কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ !